A brave ghazal of the time about Palestine

A brave ghazal of the time about Palestine

রক্ত ভেজা শিশুদেহ যাচ্ছে ছিড়ে ব্যথা দিল

আসবে কবে মদদ তোমার বাহ কাবাবিল রক্ত ভেজা

শিশুদেহ যাচ্ছে ছিড়ে ব্যথা দিল আসবে কবে

মদদ তোমার বাহ কাবাবিল জালিম গলে দাও শিকল

ওদের করে দাও বিকল জালিম গলে দাও শিকল

ওদের করে দাও বিকল বিশ্ব মুসলিম জাগো আবার

বাঁচাও যুদ্ধবিল ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত

ভেজা ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত

ভেজা ফিলিস্তিন বিশ্ব বিবেক তোমার কাছে

আছে কত রক্তঋণ ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত

ভেজা ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত

ভেজা ফিলিস্তিন বাঁচার জন্য কাঁদে দেখো

অসহায়

মুসলিম আরব আছে ভোগ পেয়ালা বিলাস নদে

পড়ে মুসলমানের ব্যথা ওদের বিবেক নাহি নড়ে

আরব আছে ভুক পেয়ালা বিলাস নদে পড়ে

মুসলমানের ব্যথায় ওদের বিবেক নাহি নড়ে

ফিলিস্তিনে রক্ত ঝরে আরব সুখে মাস্তি করে

ফিলিস্তিনে রক্ত ঝরে আরব সুখে বাস্তি করে

ওরা খবর নেয় না কভু তোমার ফিলিস্তিন

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

বিশ্ব বিবেক তোমার কাছে আছে কত রক্ত

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

বাঁচার জন্য কাঁদে দেখো অসহায়

মুসলিম রক্ত খেলায় চোখটি বুঝে দিচ্ছে

যারা আশকারা মানবতার ফেরি করে সকটারে দে

তারা রক্ত খেলায় চোখটি বুঝে দিচ্ছে যারা

আশকারা মানবতার ফেরি করে সকটারে দে তারা

আমরা যেদিন জাগব সবে সব জালিমের কবর হবে

আমরা যেদিন জাগব সবে সব জালিমের কবর হবে

বিশ্ব মুসলিম জাগো আবার বাঁচাও যুদ্ধবিল

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

বিশ্ব বিবেক তোমার কাছে আছে কত রক্তঋণ

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

ফিলিস্তিন ফিলিস্তিন রক্ত ভেজা ফিলিস্তিন

বাঁচার জন্য কাঁদে দেখো অসহায় মুসলিম

[প্রশংসা]

[মিউজিক]

Song : Palestine Bachao
Singer : Iqbal Mahmud, Abir Hasan & Salman Sadi
Lyric : Sakhawat Aziz
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Recordist : Abir Hasan
Sound Design : Khizir Muhammad
Video Edit : Abu Taher
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *